পঞ্চম চীনের আন্তর্জাতিক সফটওয়্যার সহযোগিতা সভা ১৯ এপ্রিল দক্ষিণ-পশ্চিম চীনের চেনতু শহরে অনুষ্ঠিত হবে।
সাংগঠনিক কমিটি জানিয়েছে, এবারের সফটওয়্যার সহযোগিতা সভার উদ্দেশ্য হচ্ছে বিশ্বমুখী চীনের সফটওয়্যার শিল্পের সম্পদ ও উন্নয়নের সুপ্ত শক্তিকে তুলে ধরা এবং দেশি-বিদেশি সফটওয়্যার শিল্পের জন্য একটি সহযোগিতা ও বিনিময়ের প্লাটফর্ম গড়ে তোলা। এবারের সভা চলাকালে চীনের আন্তর্জাতিক সফটওয়্যার শিল্পের শীর্ষ ফোরামসহ পেশাগত ব্যক্তিদের জন্য কিছু বিশেষ কর্মসূচী আয়োজন করবে। প্রথমবারের মতো জনসাধারণের কাছে গাড়ি, বিনোদন, শিক্ষা, বাণিজ্য ও মোবাইল ফোনসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিশ্বের সবচেয়ে উন্নত মানের ডিজিটাল বৈজ্ঞানিক প্রযুক্তি প্রদর্শন করবে।
চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৬ সাল পর্যন্ত চীনের সফটওয়্যার শিল্পের বিক্রি থেকে আয় ৪৮০ বিলিয়ন ইউয়ান রেনমিনপিতে পৌঁছেছে। ২০০৫ সালের তুলনায় তা ২৩ শতাংশেরও বেশি।
|