চীনের উপ-বাণিজ্য মন্ত্রী কাও হু চেন ২৬ মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, চীনের বাণিজ্যের ভারসাম্যহীনতা উন্নয়নের জন্য আগামী মাসে অনুষ্ঠিতব্য ১০১তম কুয়াংচৌ বাণিজ্য মেলায় বিশেষ করে আমদানি প্রদর্শন এলাকা খুলবে। যাতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে চীনে পণ্য বিক্রির সুযোগ দেয়া যায়।
কুয়াংচৌ বাণিজ্য মেলা হচ্ছে চীনের বৃহত্তম ও ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এক আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতি বছর বসন্তকাল ও শরত্কালে দু'বার এ মেলা অনুষ্ঠিত হয়। ১০১তম কুয়াংচৌ বাণিজ্য মেলার নাম আনুষ্ঠানিকভাবে চীনের আমদানি ও রপ্তানী পণ্য মেলায় পরিবর্তন হবে।
জানা গেছে, এবারের কুয়াংচৌ বাণিজ্য মেলার আমদানি এলাকায় যন্ত্রপাতি ও সাজসরঞ্জাম, ইলেকট্রোনিক তথ্য ও ঘরোয়া ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি,ছোট গাড়ি ও খুচরা যন্ত্রাংশ এবং নিত্য-ব্যবহার্য জিনিসসহ মোট ৯টি অংশে বিভক্ত থাকবে। ৩৭টি দেশ ও অঞ্চল থেকে আসা ৩০০ এরও বেশি শিল্প প্রতিষ্ঠান প্রদর্শনিতে অংশ নেবে । চীনের আমন্ত্রিত ক্রেতা ব্যবসায়ীর সংখ্যা ৬০০০ এর বেশি হবে বলে অনুমান করা হচ্ছে।
|