চীনা জনগণের দেশের উন্নয়ন থেকে সত্যিকার সুযোগ-সুবিধা লাভের জন্য চীন সরকার সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক নিশ্চয়তাবিধানসহ নানা ক্ষেত্রে ধারাবাহিক ব্যবস্থা নিয়েছে।
এ বছর সরকার সামাজিক নিশ্চয়তাবিধানের জন্য মোট ২০১.৯ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ব্যয় করেছে। এ সংখ্যা গত বছরের চেয়ে ২৪.৭ বিলিয়ন ইউয়ান বেশি। সামাজিক নিশ্চয়তাবিধান নেট ধাপে ধাপে সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে তার আওতা সম্প্রসারিত করছে। বর্তমানে চীনের গ্রামাঞ্চলে জীবনযাপনের সর্বনিম্ননিশ্চয়তাবিধান ব্যবস্থা চালু হয়েছে। এ বছর দেশব্যাপী গ্রামীণ জীবনযাপনের সর্বনিম্ননিশ্চয়তাবিধান ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ নির্ধারিত হয়েছে।
এ বছর চীনের গ্রামাঞ্চলের বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ের শিক্ষার সকল ব্যয় মওকুফ করা হবে। এ ব্যবস্থার ফলে ১৫ কোটি মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের জন্য কল্যাণ বয়ে আনবে।
|