ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ ও পররাষ্ট্রমন্ত্রী মনোছের মোত্তাকী ২৫ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এর আগের দিনে গৃহীত ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত ১৭৪৭ নং সিদ্ধান্তের উল্লেখ করে বলেছেন, ইরানের পারমাণবিক পরিকল্পনা এই সিদ্ধান্তের জন্য বন্ধ হবে না।
আহমেদিনেজাদ বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত সিদ্ধান্ত বেআইনী। ইরানের পারমাণবিক পরিকল্পনা এই সিদ্ধান্তের জন্য বন্ধ হবে না।
একই দিন নিউইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোত্তাকি বলেছেন, ইরান অব্যাহতভাবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে বৈধভাবেই পারমাণবিক পরিকল্পনার উন্নয়ন করবে। ইরান সরকারের মুখপাত্র গোলাম হোসেইন এলহাম এ দিন ঘোষণা করেছেন, ইরান সরকার আংশিকভাবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তার সহযোগিতা সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ আলি হোসেইনি বলেছেন, নিরাপত্তা পরিষদের গৃহীত নতুন সিদ্ধান্ত "জাতিসংঘের সনদ" ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ২৫ মার্চ এক বিবৃতিতে ইরানকে সার্বিকভাবে সিদ্ধান্তটি কার্যকর করা এবং তার পারমাণবিক পরিকল্পনার উদ্দেশ্যের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা পুনর্বার স্থাপনের জন্য জরুরী পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
|