শ্রীলংকার সামরিক পক্ষ বলেছে, রাজধানী কলোম্বোর উত্তরাঞ্চলের প্রায় ৩০ কিলোমিটার দূরে কাতুনায়াক বিমান ক্ষেত্রে ২৬ মার্চ ভোরে এল টি টি ই'র সদস্যরা হামলা চালিয়েছে।
শ্রীলংকার জাতীয় নিরাপত্তা কেন্দ্রের সংবাদ বিষয়ক একজন তথ্য কর্মকর্তা বলেছেন, স্থানীয় সময় রাত পৌনে একটায় কাতুনায়াক বিমান ক্ষেত্রে মোট দু'বার বোমার বিস্ফোরণ ঘটে। স্থানীয় অধিবাসীরা বলেছে, তারা বিমান ক্ষেত্রের দিক থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
শ্রীলংকার জাতীয় টেলিভিশন সূত্রে জানা গেছে, একই দিন ভোরে একটি ছোট আকারের বিমান এ কেন্দ্রে যোগ দেয়। একই সঙ্গে বিমান বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তাকে সড়িয়ে নিতে সক্ষম হয়েছে। এঘটনায় কমপক্ষে ১১ জন বিমান সৈন্য আহত হয়েছে।
|