v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-26 16:22:56    
১৯--২৬ মার্চ, ২০০৭

cri
সরকার কোনো ব্যবস্থা না নিলে নেপালের মাওবাদীরা তাদের ২৯ সহকর্মীর হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। রাজধনী কাঠমন্ডুতে গত শুক্রবার সমবেত হাজার হাজার সমর্থক ও নেতা-কর্মীর উপস্থতিতেদলের দ্ধিতীয় শীর্ষস্থানীয় নেতা বাবু্রাম ভট্ররাই এ ঘোষণা দেন। খবর এএফপির।

বাবুরাম ভট্ররাই বলেন, সরকার মহাদেশি জনফোরাম নামক সংগঠনটিকে নিষিদ্ধ করে তার নেতাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না তাহলে মাওবাদীরা ২৯ সহকর্মীর হত্যার প্রতিশোধনিতে বাধ্য হবে।

গত বুধবার ভারতীয় সীমান্তবতর্তীনেপালের দক্ষিণাঞ্চলীয় গাউর শহরে সহিংসতায় উপজাতীয় মহাদেশি সম্প্রদায়ের কর্মী-সমর্কদের হাতে কমপক্ষে ২৯ জন বামপন্হী নিহত এবং অনেকে আহত হয়। মেখান থেকে বিমানে মরদেগুলো রাজধানীতে আনা হয়।

আরও সহিংসতা যাতে না হয় সেজন্য বৃহস্পতিবারই দক্ষিণাঞ্চলীয়দুটি শহরে কারফিউ জারি করি হয়। সহাদেশি সম্প্রদায় ওই এলাকা নিয়ন্ত্রণ করছে। জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রতিনিধিত্বের দাবিতে তারা গত জানুয়ারি মাস থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে।  

আগামী বছর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে ভুটানে প্রথমবারের মতো দুটি রাজনৈতিক দল গঠন করা হয়েছে । বরাজতন্ত্রথেকে গণতন্ত্রে উত্তরণের পথ প্রশস্ত করার লক্ষে্য এ নির্বাচন অনুষ্ঠিত হবে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।

নির্বাচনের ব্যাপারে ভুটানের জনগণের কোনো আগ্রহ নেই-প্রধান নির্বাচন বমিশনারের এ বক্তব্যের কয়েক দিন পর রাজনৈতিক দল দুটি গঠন করা হয়।

ভুঠানের জাতীয় দৈনিক কুয়েনসেল গদ শনিবার পিপলস ডেমোক্রেটিক পার্টি এবং ভুটান পিপল ইউনাইটেড নামে দুটি দল গঠনের খবর প্রকাশ করে। উভয় দলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও বমিউনিটি নেতারা যোগ দিয়েছেন। নির্বাচন কমিশন নির্বাচনে অংশগ্রহণে নিবন্ধনের জন্য আগামী জুলাই মাস শোয সময়সীমা বেঁধে দিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার দাসো কংজাং ওয়াংদি বলেন, 'আমরা অন্তত তিনটি নির্ভরযোগ্য দলের নির্বাচনে অংশগ্রহণের আশা করছি।

২০০১ সালে সাবেক রাজা জিগমে সিংয়ে ওয়াংচুক সরকারের দৈনন্দির কার্যাবলি মন্ত্রিপরিষদের হাতে তুলে দেওয়ান পর থেকে ভুটানে গগতন্ত্রের পথে উত্তরণের প্রক্রিয়া শুরু হয়। গত বছরের ডিসেম্বর মাসে ওয়াংচুক তাঁর ছেলে জিগমে খেসর নামগিয়েল ওয়াংচুকের হাতে দেশের শাসনভার তুলে দেন।

শ্রীলঙ্কার সেনাবাহিনী দেশটির উত্তরাঞ্চলে তামিলা গেরিলা অধিকৃত একটি এলাকায় ঢুকে পড়েছে। সেখানে তীব্র সংঘর্ষে উভয় পক্ষে ৩৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র প্রসাদ সমরসিঙ্গে জানান, উত্তর-পশ্চিমাঞ্চলে গেরিলা অধিকৃত মান্নার জেলায় কার্যত চিহ্নিত(ডি ফ্যাক্টো) সীমান্তে লিবারেশন টাইগারস অব তামিল ইলমের (এলটিটিই) একটি হামলার পরিকল্পনা সৈন্যরা প্রতিহত করেছে। তিনি বলেন, 'আমাদের অবস্থানের ওপর হামলার একটি পরিকল্পনা আমরা ঠকিয়ে দিয়েছি। তবে আমরা কোনো এলাকা দখল করিনি।'

 বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট সুপার এইটে

. বাংলাদেশের সুপার এইটে ওঠার অবিস্মরণিয় মুহুর্তকে রুখতে পারেনি ত্রিনিদাদে অনাহুত বৃষ্টি। ১৮তম ওভারের তৃতীয় বলটিকে মিড উইকেটের উপর দিয়ে দুরন্ত শটে সীমানার বাইরে পাঠিয়ে গোটা জাতিকে আনন্দে ভাসিয়ে দেন বাংলাদেশের সোনার ছেলে সাকিব। মুহুর্মুহু বৃষ্টির কারণে প্রায় টোয়োন্টি২০ তে রূপ নেয়া ম্যাচটিতে বারমাডাকে ৭ উইকেটে হারিয়ে বি গ্রুপ থেকে শক্তিশালী ভারতকে পিছনে ফেলে রানার্স আপ হিসেবে বিশ্বকাপ ক্রেকেটের সুপার এইটে ওঠে গেছে বাংলাদেশ। নির্ধারিত ২১ ওভারে বারমুডার ৯ উইকেটে সংগৃহীত ৯৪ রানের জবাবে ২১ বল হাতে রেথেই জয়ের জন্য প্রয়োজনীয় ৯৬ রান সংগ্রহ করে নেয় হাবিবুল বাহিনী। উলেখ্য,বৃষ্টির কারণে তিন বার ওভার কাটার পর শেষ পর্যন্ত ২১ ওভারে নির্ধারণ করা হয় ম্যাচটি। অপরাজিত ২৯ রানের সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন আশরাফুল।

তবে ৯৫ রানের ছোটো টার্গেটের পিছু ধাওয়া করতে নেমে মাত্র ৩৭ রানের মধ্যেই ওপেনার তামিম, নাফিস এবং হার্ডহিটার আফতাবকে হারিয়ে ভীষণ বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ । কিন্তু চতুর্থ উইকেটে আশরাফুল এবং সাকিব শক্তহাতে নির্ভরতার সঙ্গে ব্যাট করে সব শঙ্কা দূর করেন। টাইগারদের পোঁছে দেন স্বপ্নের সুপার এইটে। আশরাফুল ২৯ এবং উইনিংশট সেয়া সাকিব অপরাজিত ছিলেন ২৬ রানে।

. ফিরে যেতে হয় ২০ বছর আগে,১৯৯৭ সালে মালয়েশিয়ায় আইসিসি ট্রফিতে চ্যাস্পিয়ন হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে নবীণ বাংলাদেশ দল। ১৯৯৯-এর বিশ্বকাপে পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশ। ২০০৩ সালের বিশ্বকাপ নতুন করে উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয়। আর এবার ২০০৭ সালের বিশ্বকাপ,বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের কঠিন পথ পরিক্রমায় সফলতার জন্য লড়াই করার সাহস দিয়েছে। এই উপমহাদেশের ক্রিকেটের ২ পরাশাক্রি ভারত ও পকিস্তান যখন পুরোপোরি ব্যর্থ তথন অপর পরাশক্রি শ্রীলঙ্কার সঙ্গে তারুণ্যে ভরপুর বাংলাদেশ সাফল্যের সাঁড়িতে পা রেখেছে।

অবশেষে সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রনাথের স্নতিবিজড়িত পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে। এর আগে বিহারের নালন্দা, ভুটান এবং ঢাকায় এই বিশ্ববিদ্যালয় গড়ার জন্য প্রস্তাব আসে। তবে ভারতের কূটনৈতিক প্রচেষ্টায় শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয়টি গড়ার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়।

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পি কে নায়ার গত সপ্তাহে এক বৈঠকে শান্তিনিকেতেনে সার্ক বিশ্ববিদ্যালয়টি গড়ার সিদ্ধান্ত নেন। ৩ এপ্রিল নয়াদিল্লিতে সার্ক সম্মেলন শুরু হলে পররাষ্ট্রমন্ত্রৈদেরর বৈঠকে বিশ্ববিদ্যালয় গড়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

সার্ক বিশ্ববিদ্যালয়ের খরচ বহন করবে সার্কের সচিবলয়। বিশ্বভারতীর পাশাপাশি সার্ক বিশ্ববিদ্যালয় হবে স্বধীন একটি প্রতিষ্ঠান।পাঠ্যসূচি প্রণীত হবে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে। থাকবে সংগীতগ-কলা-বিঞ্জান-বিণিজ্য থেকে তথ্যপ্রযুক্রির নানা পাঠ্যক্রম। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সার্ক দেশগুলোর ছাত্রছাত্রীদের কোটা সংরক্ষিত থাকবে। ইতমধ্যে সার্কের একটি টেকনিক্যাল কমিটি সব দিক বিবেচনা করে শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় গড়ার ছাড়পত্র দিয়েছে।

গত বছর ঢাকায় অনুষ্ঠিত সার্ক সম্মেলনে প্রধানমন্তী মনমোহন সিং ভারতে সার্ক বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তান দেন। ঢাকার সার্ক ঘোষণাপত্রে প্রস্তাবটি গৃহীত হয়। পরে বিষয়টি পাঠানো হয় ছয় সদস্যের টেকনিক্যাল কমিটির কাছে।

এরপর বিশ্ববিদ্যালয় গড়ায় উদ্যোগী হন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি। তিনি সার্কভুক্ত প্রতিটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা করেন। পরে সিদ্ধান্ত হয় রবীন্দ্রনাথের স্নতিবিচজভিত শান্তিনিকেতনেই হবে সার্ক বিশ্ববিদ্যালয়।

ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় গড়ার জন্য শান্তিনিকেতনে জায়গা চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্রাচার্যও এ সিদ্ধান্তে দারুণ খুশি।