v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-26 16:06:07    
২০০৭ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নারী আর ক্রীড়া পুরস্কার

cri

    ৮ মার্চ হল আন্তর্জাতিক শ্রমিক নারী দিবস। এদিন সারা বিশ্বে ছয়জন নারী অসাধারণ উপহার লাভ করেন। কারণ তাঁরা আন্তর্জাতিক ক্রীড়া ও ক্রীড়া মনোভাব প্রচারের ক্ষেত্রে অবদান রাখার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাঁদেরকে ২০০৭ সালের নারী ও ক্রীড়া পুরস্কার প্রদান করেছে। এখন শুনোন এ সম্পর্কিত একটি প্রতিবেদন।

    স্থানীয় সময় ৮ মার্চ বিকাল আড়াইটায়, লাউসানের লেমান হ্রদ তীরে আন্তর্জাতিক শ্রমিক নারী দিবসের উপলক্ষে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আন্তর্জাতিক অলিম্পিক যাদুঘরে একবছরে একবারের নারী আর ক্রীড়া পুরস্কার প্রদানের অনুষ্ঠান আয়োজন করে। নারী খেলাধুলায় অংশ নেয়ার ত্বরান্বিত ক্ষেত্রে অবদান রাখার ব্যক্তি ও দলগুলোকে উত্সাহ দেয়ার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ২০০০ সাল থেকে এ পুরস্কার প্রদান করে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতি মহাদেশকে এক পুরস্কার এবং একটি বিশ্বের পর্যায়ের পুরস্কার প্রদান করে। ২০০০ সালে চীনা জাতীয় নারী ফুটবল দল নারী ফুটবল উন্নয়নের ক্ষেত্রে বিশিষ্ট অবদান রাখার জন্য এশীয় পুরস্কার লাভ করে।

     চীনের বিশ্ববিখ্যাত্ শট ট্র্যাক স্পীট স্কেটিং খেলোয়াড় ইয়াং ইয়াং এ পুরস্কারের নির্বাচন দলের একজন সদস্য। তিনি সংবাদদতাদের কাছে এ পুরস্কারের লক্ষ্য বর্ণনা করেন। তিনি বলেছেন, 'এ পুরস্কারের লক্ষ্য হল সারা বিশ্বের নারীরা আরো বেশি খেলাধুলায় অংশ নেয়া এবং নারীদের ন্যায্য অবস্থান ত্বরান্বিত করা ও সম্প্রীতি সম্প্রদায় প্রতিষ্ঠা করা। '

     এ বছরের পুরস্কার পুথক পুথকভাবে আফ্রিকার কেনিয়ে, আমেরিকার যুক্তরাষ্ট্র, এশিয়ার ফিলিস্তিন, ইউরোপের জার্মানী ও ওশেনিয়ার পাপুয়া নিউ জুইনেয়ার ব্যক্তিরা লাভ করেন। বিশ্বের পর্যায়ের পুরস্কার জামাইকার প্রধামন্ত্রী পোর্টিয়া সিম্পসন মিলার লাভ করেন। তিনি দীর্ঘকালীনে জামাইকার ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব করেন। তাঁর প্রচেষ্টায় জামাইকা ক্রীড়ায় বিশিষ্ট সাফল্য অর্জন করে। গত তিন মাসে তিনি প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত হওয়ার পর উত্তেজক নিষিদ্ধ ওষুধ প্রতিরোধ চুক্তি স্বাক্ষর করেন। ক্রীড়া নারীদের জীবনযাত্রায় এনে নেয়া তাত্পর্য সম্বন্ধে তিনি বলেছেন, 'নারীরা খেলাধুলার মাধ্যমে তাঁরা উপল্বদ্ধি করেছেন যে, সম্প্রদায় উন্নয়নের প্রক্রিয়া তাঁরা ন্যায্যভাবে প্রতিযোগিতায় অংশ নেয়ার অধিকার আছে।'

     আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাকেস রগ মালারকে বিশ্বের পর্যায়ের পুরস্কার প্রদান করেন। রগ বলেছেন, নারীরা ক্রীড়ায় অংশ নেয়া উন্নয়ন করা হল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একটি গুরুত্বপূর্ন লক্ষ্য। তিনি বলেছেন, 'আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নারীরা আরো বেশি ক্রীড়ায় অংশ নেয়া ত্বরান্বিতের চেষ্টা এবং বরাবরই ক্রীড়ায় পুরুষ ও নারীর ন্যায্য অবস্থান জোরদার করছে। আপনারা এ ক্ষেত্রে অনেক সাফল্য লাভ করেন। আমরা বিশ্বাস করি, দশক বছরের চেষ্টার মাধ্যমে নারীরা ক্রীড়ায় অর্ধেক আকাশ তুলধরার ভূমিকা পালন করবেন।'

    অনুষ্ঠানে রগ ঘোষণা করেছেন যে, চতুর্থ বিশ্ব নারী আর ক্রীড়া সম্মেলন ২০০৮ সালের মার্চ মাসে নিউইয়র্কে আয়োজিত হবে।