v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-26 12:56:11    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৩/২৬

cri

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের জনসাধারণ, বিশেষ করে অনুন্নত গ্রামীণ অঞ্চলের কৃষকদের চিকিত্সা গ্রহণ ও দারিদ্র্য সমস্যা দিনে দিনে আরো লক্ষণীয় হয়ে উঠেছে। গ্রামাঞ্চলের চিকিত্সার মান উন্নয়নের জন্য ২০০৩ সাল থেকে চীনের কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে নতুন ধরনের গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা চালু করা হয় এবং প্রাথমিকভাবে তা সাফল্যমন্ডিত হয়েছে। সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনে এই সমস্যা বহু সদস্যের দৃষ্টি আকৃষ্ট করেছে। ২৬ মার্চ বিজ্ঞান বিচিত্রা আসরে এই বিষয় সম্পর্কিত চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্যদের মতামত আপনাদের শোনাবো।

 চীনে লি গু ঈকে চেনে না এমন কোন লোককে খুঁজে পাওয়া খুব কঠিন হবে। প্রতি বছরের বসন্ত উত্সবের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে অবশ্যই তাঁর গাওয়া "আজ রাতকে ভুলবো না" নামে গান দিয়ে শেষ হয়। এমন একজন জনপ্রিয় শিল্পী ১৯৮৩ সাল থেকে চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হন। ২৭ মার্চ সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং শিল্পী লি গু ঈ এর রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য হওয়ার বিশেষ অনুভুতির কথা আপনাদের বলবেন।

 উত্তর-পশ্চিম চীনের নিং সিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের পিং লোও জেলায় কেন্দ্রীভূত অবস্থায় ছিল লবণাক্ত জলাভূমি। গত দশ বারো বছরে পিং লোও জেলা সরকার ব্যাপক আকারে সংস্কার চালিয়ে বিপুল প্রয়াসের মাধ্যমে প্রাকৃতিক মত্স চাষের উন্নয়ন ঘটিয়ে স্থানীয় প্রাকৃতিক পরিবেশের বিরাট পরিবর্তন করেছে এবং এখানে শীত কাটানোর জন্যে বিরাট সংখ্যক বন্য পাখীকে আকৃষ্ট করেছে। ২৮ মার্চ সমাজ দর্পন আসরে চীনের নিং সিয়া অঞ্চলের পিং লোও জেলার এ পাখীর স্বর্গ সম্পর্কে শি চিং উ কিছু বলবেন।

 চীন এক বার্ধক্য সমাজে প্রবেশ করছে। এর পাশাপাশি বুড়োবুড়িদের জীবনের নিশ্চয়তাবিধান করা গোটা চীনা সমাজের একটি মনোযোগী বিষয়ে পরিণত হয়েছে। বুড়োবুড়িদের দেখাশোনা করার জন্য মধ্য চীনের উহান শহরের গণ সরকার কিছু ব্যবস্থা নিয়েছে। যাতে বুড়োবুড়িরা সুখ-শান্তিতে তাদের বার্ধক্যের দিনগুলো কাটাতে পারেন। ৩০ মার্চ কন্যা জায়া জননী আসরে চুং শাও লি এ সম্পর্কে একটি প্রতিবেদন পড়ে শোনাবেন।

 নেদিয়া নামে একটি গায়ক-গায়িকা শিল্পী দল গত কয়েক বছর ধরে চীনের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে। তাদের পরিবেশিত কালো পোষাক চুয়াং জাতির লোক সংগীত ব্যাপক দর্শকদের কদর পেয়েছে। ৩১ মার্চ ওরা অনন্য আসরে থাং ইয়াও খান কালো পোষাক চুয়াং জাতি ও তাদের লোক সংগীত সম্পর্কিত কিছু তথ্য আপনাদের অবহিত করবেন।

 তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।