২৪ মার্চ বিকেলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে ইরানের পরমাণু সমস্যা সংক্রান্ত ১৭৪৭ নং প্রস্তাব গৃহিত হয়েছে । এ দিন চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশ ইরানকে অবিলম্বে নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব কার্যকর করা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা নিষ্পত্তির আহবান জানিয়েছে ।
জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ওয়াং কুয়াং ইয়া বলেছেন , চীন অব্যাহতভাবে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে ইরানের পরমাণু সমস্যা নিষ্পত্তির পক্ষপাতী । তিনি বলেছেন , নতুন প্রস্তাবের উদ্দেশ্য ইরানের ওপর শাস্তি প্রয়োগ না করা , বরং বৈঠকে আবার ফিরে যাওয়ার জন্য ইরানকে উদ্বুদ্ধ করা এবং নতুন দফা কূটনৈতিক প্রচেষ্টাকে জোরদার করা । তিনি বলেছেন , সংশ্লিষ্ট শাস্তিমূলক ব্যবস্থা চালুর মাধ্যমে ইরানের জনগণকে ক্ষুন্ন করা উচিত নয় এবং ইরানের সঙ্গে বিভিন্ন দেশের স্বাভাবিক আর্থ-বাণিজ্যিক ও আর্থিক বিনিময়কেও প্রভাবিত করা উচিত নয় ।
|