v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-25 18:46:00    
বান কি-মুন ও রাইসের মধ্য প্রাচ্য সফর

cri

 মধ্যপ্রাচ্য অঞ্চল সফররত জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস ২৪ মার্চ পৃথক পৃথকভাবে মিশর ও ইস্রাইলে সংশ্লিষ্ট দেশের নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা অব্যাহতভাবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন।

 একই দিন কায়রোয় মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারাকের সঙ্গে সাক্ষাত্ করার পর বান কি-মুন নব গঠিত ফিলিস্তিনের জাতীয় যৌথ সরকারের উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাহিদা মেটানো, বল প্রয়োগ ত্যাগ করা, ইস্রাইলকে স্বীকার করা, ফিলিস্তিন ও ইস্রাইলের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। যাতে মধ্য প্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করা সম্ভব হয়।

 মিশর সফর শেষ করে একই দিন রাতে বান কি-মুন ইস্রাইলের তেল-আবিব্ পৌঁছেছেন। বিমান বন্দরে তিনি তথ্য মাধ্যমকে বলেছেন, "আরব শান্তি প্রস্তাব" কূটনৈতিক উপায়ে ফিলিস্তিন ও ইস্রাইলের সংঘর্ষ সমাধানের লক্ষ্যে নতুন সুযোগের সৃষ্টি করবে। আরব দেশগুলো আবার শান্তি প্রস্তাব বাস্তবায়নের জন্য দৃঢ়প্রতিজ্ঞার কথা ব্যক্ত করেছে। এ সুযোগকে কাজে লাগিয়ে শান্তি বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন করা উচিত।

 একই দিন রাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস মিশর, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিশরের শহর আসওয়ানে আলোচনা সভার আয়োজন করেছেন। তাঁরা কিভাবে মধ্য প্রাচ্য আঞ্চলের শান্তি প্রক্রিয়া আবার শুরু করা যায় সে বিষয় নিয়ে মত বিনিময় করেছেন এবং "আরব শান্তি প্রস্তাব" নিয়েও আলোচনা করেছেন। এর পর রাইস ইস্রাইল ও ফিলিস্তিন সফর করবেন।