সম্প্রতি চীনের বিদ্যুত শিল্প প্রতিষ্ঠান ফেডারেশন প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম দুই মাসে চীনের বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ১৬.৬ শতাংশ বেশি। এ পরিমাণ ৪৪৭৯৬.৬ কোটি কিলোওয়াট ঘন্টা।
অনুমান অনুযায়ী, এ বছর চীন আরো প্রায় ৯ কোটি কিলোওয়াট ঘন্টা বিদ্যুত্ উত্পাদন যন্ত্র বসানো হবে। এর মধ্যে অধিকাংশই হবে তাপ-বিদ্যুত্ উত্পাদন সংক্রান্ত।
২০০২ সাল থেকে চীনে বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুত্ উত্পাদন ও চাহিদার অসংগতি নিরসনের জন্য চীন বিদ্যুত্ শিল্প নির্মাণের গতিকে দ্রুততর করেছে। গত কয়েক বছর ধরে চীনের বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ নিয়মিত দ্বিচক্র হারে বৃদ্ধি বজায় রেখেছে। পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে চীন বিদ্যুত্ শিল্পের কাঠামো সুবিন্যস্ত করার পাশাপাশি পরিচ্ছন্ন বিদ্যুত্ উন্নয়নের গতিও দ্রুত করবে।
|