২৫ মার্চ উত্তর কোরিয়ার মিনজু ছোসন পত্রিকার এক প্রবন্ধে বলা হয়েছে , যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চালানো যৌথ সামরিক মহড়া খুব সম্ভবত উত্তর কোরিয়া -মার্কিন সম্পর্কের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি করবে এবং ছ'পক্ষীয় বৈঠকের ওপর গুরুতর প্রভাব ফেলবে ।
প্রবন্ধে আরো বলা হয়েছে , বর্তমানে কোরিয় উপদ্বীপের সংলাপ -পরামর্শের পরিস্থিতি ইতিবাচক । এ পরিস্থিতি কোরিয় উপদ্বীপের উত্তেজনাময় অবস্থার পরিবর্তনের জন্য সহায়ক । কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কোরিয় উপদ্বীপের শান্তিপূর্ণ পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে । তা থেকে বোঝা যায় যে, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করছে না এবং সশস্ত্র শক্তির মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর হামলা চালানোর ইচ্ছাও পরিত্যাগ করে নি ।
প্রবন্ধে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র কোরিয় উপদ্বীপের উত্তেজনাময় পরিস্থিতির উপশমে সরাসরি দায়িত্ব পালন করতে চাইলে উত্তর কোরিয়ার ওপর নেতিবাচক নীতি প্রয়োগের বিষয়টি পরিত্যাগ করতে হবে এবং সামরিক প্রতিরোধ ও উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে এমন কার্যক্রমে হাত দেবে না ।
|