২৩ মার্চ পেইচিংএ চীনের কমিউনিষ্ট পাটির পলিট ব্যুর্রোর একটি সভায় চীনের কমিউনিষ্ট পাটির সাধারণ সম্পাদক হু চিন থাও জোর দিয়ে বলেছেন, নেতৃবৃন্দকে সম্পদ সংক্রান্ত আইন নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করার পাশাপাশি সার্বিকভাবে তা কার্যকর করতে হবে। ব্যাপক জনসাধারণের মৌলিক স্বার্থকে বাস্তবে রক্ষা করতে হবে । যাতে সামাজিক সামন্জস্যকে ত্বরান্বিত করা যায়। তিনি বলেছেন, সংখ্যাগরিষ্ঠ জনগণের মৌলিক স্বার্থ রক্ষা করা এবং সামাজিক সৃষ্টির প্রাণশক্তি সৃষ্টি ও তার প্রয়োগের জন্য সম্পদ সংক্রান্ত আইনী জ্ঞান অত্যন্ত তাত্পর্যসম্পন্ন।
চীনের দশম জাতীয় গণ কংগ্রেসেএর পঞ্চম অধিবেশনে ' চীন গণ প্রজাতন্ত্রের সম্পদ সংক্রান্ত আইন' অনুমোদিত হয়েছে। চলতি বছরের ১ অক্টোবর থেকে এই আইন কার্যকর হবে।
|