আগামী ২৫ মার্চ থেকে পেইচিং অলিম্পিক গেসম ২০০৮ এর উল্টোগণনা শরুর ৫০০ দিনকে স্বাগত জানিয়ে পেইচিংএ ধারাবাহিক বৈচিত্রময় একটি কর্মসূচীর আয়োজন করা হবে।
২০০৮ সালের ৮ অক্টোবর পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধন হবে। সে দিন আসতে আর মাত্র৫০০ দিন বাকী আছে। এ উপলক্ষ্যে পেইচিংয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠানেরআয়োজন করা হবে। ২৫ অক্টোবর ৬ হাজাবেরও বেশী লোক পেইচিং চাওইয়াং পার্কে আয়োজিত আন্তর্জাতিক দূর পাল্লার হাঁটায় অংশ নেবেন। পেইচিং আন্তর্জাতিক সড়ক রিলে দৌড় প্রতিযোগিতা ২৫ মার্চ তিয়েন আন মেন মহা চত্বরে শুরু হবে। আট হাজারেরও বেশী দেশী-বিদেশী সেরা দৌড়বিদ এবং দৌড় অনুরাগীরা এই প্রতিযোগিতায় অংশ নেবেন।
২৭ মার্চ পেইচিং অলিম্পিক গেমসের পদকের নকশা সংক্রান্ত প্রদর্শনী রাজধানী যাদুঘরে আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে পেইচিং অলিম্পিক গেমসের পদক নকশা আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
২৮ মার্চ পেইচিং, হংকং ও ম্যাকাওয়ে একই সময়ে পেইচিং অলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী বিদেশী স্বেচ্ছাসেবকদের নিবন্ধিকরণ অনুষ্ঠান আয়োজিত হবে।
|