চীনের প্রকৌশল বিজ্ঞানএকাডেমীর একাডেমীশিয়ান ইয়াও সিনশেন বলেছেন, এক বিংশ শতাব্দীতে মানবজাতির সাব-হেলথের চিকিত্সায় চীনা ঐতিহ্য ওষুধ গুরুত্বপূর্ণভূমিকা পালন করবে ।
ইয়াও সিনশেন হচ্ছেন চীনা ঐতিহ্য ওষুধ ও প্রাকৃতিক ওষুধের একজন রাসায়নিক বিশেষজ্ঞ । সম্প্রতিহাইনান প্রদেশের হাইখৌ শহরে অনুষ্ঠিত চীনের আন্তর্জাতিক চিকিত্সা ও ওষুধ শীর্ষক এক সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি বলেছেন , নানা ভূমিকাসম্পন্নচীনা ঐতিহ্যিক ওষুধ পুরানো রোগী, বিশেষ করে শরীরের ভেতরকার অঙ্গ প্রত্যঙ্গের রোগে আক্রান্ত বয়স্কমানুষের জন্য সবচেয়ে ভাল ওষুধ ।
তিনি বলেছেন , সিনথেটিক ওষুধের সৃষ্ট ক্ষতি এবং চীনা ঐতিহ্যিক ওষুধ , প্রাকৃতিক ওষুধসহ ঐতিহ্যিক ওষুধের চিকিত্সা বিশ্বের বিভিন্ন স্থানের ইতিবাচক সাফল্য পেয়েছে। ফলে ইউরোপের বহু দেশ পুনরায় চীনা ঐতিহ্যিক চিকিত্সা ও ওষুধসহ ঐতিহ্যিক চিকিত্সাবিদ্যার মূল্যায়ন শুরু করেছে । স্বাস্থ্য রক্ষা বা রোগপ্রতিরোধের ব্যাপারে চীনের ঐতিহ্য ওষুধ ও প্রাকৃতিক ওষুধের ভূমিকা সম্পর্কে সারা বিশ্ব বর্তমানেখুব আশাবাদী ।
|