চীনের জাতীয় গণ কংগ্রেস এবং জাপানের সিনেটের মধ্যে পরিকল্পিত যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত প্রথম সম্মেলন ২৩ মার্চ টোকিওতে শুরু হয়েছে । সম্মেলনে দু'পক্ষ চীন ও জাপানের রাজনৈতিক ও নিরাপত্তার বিষয় নিয়ে মত বিনিময় করেছে ।
চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লু ইয়োং সিয়াং সম্মেলনে বলেছেন, চীনের জাতীয় গণ কংগ্রেস জাপানের সিনেটের সঙ্গে পরিকল্পিতভাবে যোগাযোগ সংক্রান্ত সম্মেলন আয়োজন করে বিনিময় কার্যক্রম জোরদার করার পাশাপাশি দু'দেশের সম্পর্কের উন্নয়ন এবং দু'দেশের কৌশলগত পারস্পরিক উপকারিতামূলক সম্পর্ক গঠন করার ক্ষেত্রেও সহায়ক হবে । তিনি বলেছেন, চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-এর আসন্ন জাপান সফরের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে এবং তা দু'দেশের সম্পর্ককে আরো উন্নত করবে ।
জাপানের সিনেটের স্পীকার ওগি ছিকাগে বলেছেন, তিনি দু'পক্ষের পরিকল্পিত যোগাযোগের ওপর খুবই আশাবাদী এবং মনে করেন, দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক ভবিষ্যতে আরো উন্নত হবে । চীনের জাতীয় গণ কংগ্রেসের একটি প্রতিনিধি দল ২২ মার্চ জাপানে পৌঁছেছেন ।
|