চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য উ কুয়ান চেংয়ের সঙ্গে ২৪ মার্চ পেইচিংয়ে শ্রীলংকার সাধারণ সম্পাদক মৈথ্রিদ্রিপালা সিরিসেনার নেতৃত্বাধীন শ্রীলংকার ফ্রিডম পার্টির একটি প্রতিনিধিদল সাক্ষাত্ করেছেন ।
উ কুয়ান চেং বলেছেন , ২০০৭ সাল চীন ও শ্রীলংকার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ তম বার্ষিকী এবং এ বছর চীন-শ্রীলংকা মৈত্রী বর্ষ । চীন সতর্কতার সঙ্গে দু'দেশের নেতৃবৃন্দের স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন করবে এবং চীন ও শ্রীলংকার আন্তরিক পারস্পরিক সাহায্য ও সার্বিক অংশিদারী সম্পর্কের অগ্রগতিকে ত্বরান্বিত করবে । যাতে চীন ও শ্রীলংকা চিরদিন ভালো প্রতিবেশী , ভালো বন্ধু ও ভালো অংশিকার হতে পারে ।
উ কুয়ান চেং চীন ও শ্রীলংকার পার্টির মধ্যে যোগাযোগের ইতিবাচক মূল্যায়ন করেছেন ।
সিরিসেনা দীর্ঘদিন ধরে শ্রীলংকাকে চীনের নিঃস্বার্থ সাহায্য ও সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন । তিনি বলেছেন , শ্রীলংকা চীনের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতাকে আরো উন্নত করতে ইচ্ছুক ।
সিরিসেনা পুনরায় ঘোষণা করেছেন যে , শ্রীলংকা ফ্রিডম পার্টি ও শ্রীলংকা সরকার দৃঢ়ভাবে একচীন নীতি মেনে চলবে ।
|