চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের আইন ব্যুরোর একজন দায়িত্বশীল কর্মকর্তা ২৩ মার্চ বলেছেন, ' চীন গণ প্রজাতন্ত্রের প্রতিরক্ষা আইন' প্রকাশিত ও কার্যকর হওয়ার ১০ বছরের মধ্যে চীনের প্রতিরক্ষার দ্রুত উন্নতি হয়েছে। একটি সাক্ষাত্কারে তিনি বলেছেন, গত দশ বছর ধরে চীনে প্রতিরক্ষা আইনের ভিত্তিতে অন্যান্য প্রতিরক্ষা আইনী ব্যবস্থাও গড়ে উঠেছে। যার ফলে প্রতিরক্ষা সংশ্লিষ্ট তত্পরতা এবং সেনাবাহিনীর গঠন আইন অনুযায়ী এবং নিয়ন্ত্রণের মধ্যে রেখে সুশৃঙ্খলভাবে চলে আসছে। প্রতিরক্ষা সংক্রান্ত শিক্ষা একটি নিয়মিত শিক্ষা হয়ে উঠেছে। বতর্মানে চীনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ও মাধ্যমিক স্কুলগুলোতে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সৈন্য এবং তাদের পরিবারের অবৈধ অধিকার ও স্বার্থ সংরক্ষিত হয়েছে।
এই দায়িত্বশীল কর্মকর্তা আরো বলেছেন, চীনের গণ মুক্তি ফৌজ আইন অনুযায়ী বৈদেশিক সামরিক বিনিময় ও সহযোগিতা চালিয়েছে এবং দৃঢ়ভাবে আন্তর্জাতিক ভূমিকা পালন করেছে।চীন কড়াকড়িভাবে 'রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি' ও ' জিবাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি' সহ বিভিন্ন চুক্তির সঠিক দায়িত্ব পালন করেছে। তা ছাড়া, চীনের গণ মুক্তি ফৌজ সক্রিয়ভাবে জাতি সংঘের শান্তিরক্ষী তত্পরতা ও আন্তর্জাতিক দুর্যোগ ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে এবং ফলে দায়িত্বশীল একটি বৃহত দেশের ভাবমুর্তি ফুটে উঠেছে।
|