ইইউ কমিশনের চেয়ারম্যান ডুরাও বারোসো ও ইইউ'র ২৭টি সদস্য দেশের নেতারা ২৩ মার্চ ইতালীর রাজধানী রোমায় ইইউকে তাড়াতাড়ি অচলাবস্থায় পড়া 'ইইউ'র সংবিধান চুক্তি" সমস্যা সমাধান করা এবং আগামী ৫০ বছরে ইইউ'র উন্নয়নের জন্য কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ।
সেদিন ইইউ'র সদস্য দেশের প্রতিনিধিরা রোমায় "রোমা চুক্তি" স্বাক্ষরের ৫০ বছর বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন । বারোসো অনুষ্ঠানে বলেছেন , গত ৫০ বছরে ইইউ'র অর্জিত অগ্রগতি প্রতিষ্ঠাকারীদের পরিকল্পনার চেয়েও বড় । এসব সফলের কারণে ইইউ আরো সক্রিয়ভাবে ভবিষ্যত সম্মুখীন করতে পারে । তিনি জোর দিয়ে বলেছেন , ইইউ'র উচিত যত তাড়াতিড় সম্ভব "ইইউ সংবিধান চুক্তি" সমস্যা সমাধান করা ।
ইতালীর প্রধানমন্ত্রী রোমানো প্রোডী ইইউ'র বিভিন্ন সদস্য দেশকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন । তিনি বলেছেন , ইইউ আরো শক্তিশালী এবং আরো কার্যকর হলে কেবল বিভিন্ন দেশের নেতৃত্ব করে সামনে এগিয়ে যেতে পারবে ।
অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী আলফ্রেড গুসেনবাউয়ের ২৩ মার্চ ভিয়েনায় বলেছেন , অনুমান করা যায় আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য ইইউ শীর্ষ সম্মেলনে "ইইউ সংবিধান চুক্তি" সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে । এ চুক্তি সম্পর্কিত সমস্যা ২০০৯ সালে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে ।
|