v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-23 20:43:30    
ষষ্ঠ দফা ছ'য় পক্ষীয় বৈঠকের প্রথম পর্যায়ের অধিবেশন ফুলপ্রস

cri
    ২২ মার্চ ' চেয়ারম্যান বিবৃতি' অনুমোদিত হওয়ার পর কোরীয় উপ-দ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠক শেষ হয়েছে। ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের চেয়ারম্যান, চীনের প্রতিনিধি দলের নেতা উ ডা উয়ে মনে করেন, ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রথম অধিবেশন ফুলপ্রসু হয়েছে।

   ২২ মার্চ ছ'পক্ষীয় বৈঠকের তথ্য কেন্দ্রে আয়োজিত এক তথ্য ব্রিফিংয়ে বৈঠক স্থগিত ঘোষণা করার সময় উ ডা উয়ে বলেছেন,

   বিভিন্ন পক্ষ ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যেতে রাজি হয়েছে। বিভিন্ন পক্ষ পুনরায় ব্যক্ত করেছে যে তারা ১৯ সেপ্টেম্বর মিলিত বিবৃতি সহ অন্যান্য দলিলপত্রে দেওয়া প্রতিশ্রুতিকে নিষ্ঠার সঙ্গে মেনে চলবে। বিভিন্ন পক্ষের বৈঠক স্থগিত রাখতে আপত্তি নেই। কিন্তু বৈঠক যত তাড়াতাড়ি সম্ভব বার শুরু হবে বলে বিভিন্ন পক্ষ আশা প্রকাশ করেছে।

   ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠক ১৯ মার্চ পেইচিংএর ডিওইউঠেই রাষ্ট্রীয় অতিথি ভবনে শুরু হয়। গত ৪ দিন ধরে বিভিন্ন পক্ষ পাঁচটি গ্রুপের রিপোট শুনেছে । তা ছাড়া ছ'পক্ষীয় প্রতিনিধি দলের মধ্যে আরম্ভ ও পরবর্তী পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের ব্যাপর নিয়ে আলোচনা হয়েছে। চীনের প্রতিনিধি দলের নেতা উ ডা উয়ে মনে করেন, ষষ্ঠ দফা ছ'পক্ষীয় বৈঠকের প্রথম অধিবেশন ফলপ্রসু হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে মনে করেন, বিভিন্ন পক্ষের স্বার্থ সার্বিকভাবে বিবেচনা করতে হবে বলে ছ'পক্ষীয় বৈঠক চালানোর প্রক্রিয়ায় নানা ধরনের অসুবিধা দেখা দেওয়া স্বাভাবিক। কিন্তু কয়েকটি বিষয় নিয়ে গভীরভাবে আলোচনার পর বিভিন্ন পক্ষের মধ্যে কিছুটা সমঝোতা হয়েছে। এটা সমস্যা নিষ্পত্তির অনুকূল। তিনি বলেছেন,

    প্রত্যেক দফা ছ'পক্ষীয় বৈঠকে ছ'পক্ষের মধ্যে অনেক বিষয়ে মতভেদ বিরাজ করে। এমন কি কোন কোন মতভেদ সাংঘাতিক। কিন্তু কিছু প্রচেষ্টা চালানোর পর আমরা যে সব সাফল্য ও অগ্রগতি অর্জন করেছি সে সব সাফল্য ও অগ্রগতি অত্যন্ত বড়।

চীনের সমাজ বিজ্ঞান এক্যাডিমির আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ গাও হং মনে করেন, এবার বৈঠক স্থগিত হওয়া ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়ার ওপর প্রভব ফেলবে না। তিনি বলেছেন,

   আমার মনে হয়, মৌলিকভাবে বলতে গেলে ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া আগের মতো ভবিষ্যতেও ঠিক মত চলবেই। কারণ আমি জানি বৈঠক যত সারগর্ভ পর্যায়ে প্রবেশ করবে তত বেশী সমস্যা দেখা দেবে। ছ'পক্ষীয় বৈঠকে একটি বড় মঞ্চ বলে মনে করা হয়। সুতরাং এই বড় মন্চে চমত্কার অনুষ্ঠান পরিবেশিত হবে। কয়েকটি বিশদ বিষয় আরও নমনীয় পদ্ধতিতে নিষ্পত্তি করতে হবে।

    যদিও এবার বৈঠকে প্রযুক্তিগত অসুবিধা দেখা দিয়েছে তবু প্রথম থেকে ষষ্ঠ দফা পযর্ন্ত ছ'পক্ষীয় বৈঠক আঁকাবাঁকাভাবে এগিয়ে গেছে। ছ'পক্ষীয় বৈঠকের পথ কোন দিন সুগম হয়নি। এ থেকে বুঝা যায়, কোরীয় পরমাণু সমস্যা বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে জড়িত। বিষয়টি অত্যন্ত জটিল। ২২ মার্চ তথ্য ব্রিফিংয়ে উ ডা উয়ে ছ'পক্ষীয় বৈঠকের অগ্রগতি নিয়ে আশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, তিনি ছ'পক্ষীয় বৈঠকের ভবিষ্যত নিয়ে আশাবাদী। তিনি বলেছেন,

    সদ্য সমাপ্ত প্রতিনিধি দলের নেতাদের অধিবেশনে আমরা এই সমস্যার সমাধানের পদ্ধতি খুঁজেছি। আমার বিশ্বাস, আমাদের অবশ্যই একটি সঠিক উপায় খুঁজে বের করতে পারবো। আমরা বিশ্বাস করি, ছ'পক্ষীয় বৈঠক নিরবচ্ছিন্ন গতিতে এগিয়ে যাবে। অসুবিধা থাকবেই , কিন্তু আমাদের এ সব অসুবিধা নিষ্পত্তি করার ক্ষমতা রয়েছে। এতক্ষণ শুনলেন আজকের প্রধান প্রতিবেদন। শোনার জন্য ধন্যবাদ।