v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-23 19:50:48    
চীনে কৃষকদের বই পড়ার আগ্রহ অনেক বেড়েছে

cri

        যখন চীনের কৃষকদের এবারের বই পড়ার উত্সব শুরু হয় , তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল । এই বই পড়ার উত্সবে অংশ নেয়ার জন্য বহু কৃষক বৃষ্টি উপেক্ষা করে পাহাড়ী এলাকা থেকে গিয়েছেন । কৃষক লিউ পিন পশু পালন বিষয়ক বই কিনেছেন । তিনি আনন্দের সঙ্গে সংবাদদাতাকে বলেছেন , কৃষকদের এবারের বই পড়ার উত্সব সত্যিই ভাল হয়েছে । এতে কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান বেশি বৃদ্ধি পাবে । বই উত্সবে বৈচিত্র্যময় বই প্রদর্শিত হয়েছে । এতে চাষাবাদ ও পশু পালনের জ্ঞান সার্বিক ও পূর্ণাঙ্গভাবে তুলে ধরা হয়েছে । এই ধরনের বই পড়ার উত্সব আরো বেশি আয়োজিত হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন , যাতে কৃষকরা নিজ নিজ প্রয়োজনীয় বই কিনতে পারেন ।

    চীনের কৃষকদের এবারের বই পড়ার উত্সবে কৃষকদের বই পড়ার ব্যাপক আগ্রহ দেখা গেছে । কেউ কেউ বই কেনা ও পড়ার জন্য এসেছেন এবং কেউ কেউ স্থানীয় সরকারের উদ্যোগে বই মেলা পরিদর্শন করতে এসেছেন । এই উত্সবে অংশ নেয়ার জন্য নানছুং শহরের উপকন্ঠের হুহুয়া থানার কর্মকর্তা মাদাম ফুং মিনের পরিচালনায় দেড় শো কৃষক এসেছেন । তিনি বলেছেন , এই পদ্ধতিতে কৃষকদের সচ্ছলতা অর্জনে সাহায্য করা যায় ।

    এই ধরনের বই পড়ার উত্সবের মাধ্যমে চাষাবাদ , পশু পালনসহ বিভিন্ন জ্ঞান অর্জন করা যাবে । বই পড়ার উত্সবে বহু প্রকাশনালয় ও বই দোকান কৃষকদের জন্য বিপুল সংখ্যক বই নিয়ে এসেছে । কৃষকরা নিজ নিজ চাহিদা অনুসারে বিচিত্র বই কিনেছেন । এই সব বই পড়া গ্রামবাসীদের জ্ঞান লাভের জন্য হিতকর হবে ।

    এবারের বই পড়ার উত্সবে কৃষি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বই সবচেয়ে বেশি কদর পেয়েছে । বই পড়ার উত্সবের মাধ্যমে আরো বেশি চাষাবাদের জ্ঞান অর্জন করা হবে বলে কৃষকরা আশা প্রকাশ করেন , যাতে খাদ্য শস্যের উত্পাদন পরিমাণ ও পশু পালনের ফলপ্রসূতা উন্নত করা যায় । এই বই মেলায় অংশগ্রহণকারী একটি বই দোকানের কর্মী মাদাম লি হোং বলেছেন ,  এবারের বই পড়ার উত্সবে কৃষকদের জন্য চাষাবাদ , পশু পালন ও ফল গাছ লাগানো এবং রান্না-বান্না ও স্বাস্থ্য রক্ষা বিষয়ক বই সরবরাহ করা হয়েছে । ২ শোরও বেশি প্রকাশনালয় এই বই পড়ার উত্সবে অংশ নিয়েছে । বই পড়ার উত্সবে ১০ হাজার ধরনের বই প্রদর্শিত হয়েছে ।

    গত কয়েক বছরে চীনের নগরায়নের পদক্ষেপ দ্রুততর হওয়ার পাশাপাশি চাষাবাদ ছাড়া চাকরি করার জন্য বিপুল সংখ্যক কৃষক শহরে যান । চীনে এই সব লোককে গ্রামীণ শ্রমিক বলার হয় । তাদের মধ্যে বেশির ভাগ লোক বাড়িঘর নির্মাণকাজে নিয়োজিত হন । তাদের উচিত যেমন বাড়িঘর নির্মাণের নৈপুণ্য , তেমনি চাষাবাদের প্রযুক্তিও নিয়ন্ত্রণ করা । সুতরাং চাষাবাদের কৌশল বাড়ানোর জন্য তাদের পক্ষে কৃষি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বই পড়ার প্রয়োজন অব্যাহত থাকবে । নানছুং শহরে কর্মরত ইয়াং হোং চ্যুন তাদের মধ্যে একজন । তিনি সংবাদদাতাকে বলেন ,

    যারা শহরে চাকরি করেন , তারা সাধারণতঃ হাঁস-মুর্গী পালনসহ নিত্য জীবনে ব্যবহার্য বই পড়েন । এই সব বই গ্রামাঞ্চলে পাওয়া যায় না , শহরে পাওয়া যায় । সুতরাং কৃষকদের জন্য বই পড়ার উত্সব ও বই মেলার খুব প্রয়োজন আছে ।

(স্যু ওয়ে ছেং)

    চীন একটি কৃষিপ্রধান দেশ । ১.৩ বিলিয়ন লোকের মধ্যে প্রায় ৮০ শতাংশ গ্রামাঞ্চলে থাকে । ব্যাপক কৃষকরা বই পড়তে খুব ইচ্ছুক । কিন্তু বর্তমানে গ্রামাঞ্চলে কৃষকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বই পাওয়া খুব কঠিন এবং বই দোকানের অভাব রয়েছে । এতে সমাজতান্ত্রিক নতুন গ্রামাঞ্চল গড়ে তোলার কর্মসূচী কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে । চীনের গ্রামীণ শিক্ষা কমিটির চেয়ারম্যান স্যু ওয়ে ছেং বলেছেন , কৃষকদের বই পড়ার উত্সব আয়োজন করা এমন একটি কার্যকর ব্যবস্থা , যার মাধ্যমে বই পড়ার জন্য কৃষকদের উত্সাহ দেয়া হয় ।

    কৃষকদের বই পড়ার উত্সব আয়োজন করা একটি সুগভীর তাত্পর্যসম্পন্ন ব্যাপার । আগে কৃষকরা দারিদ্র্যের কারণে বই কিনতে পারতেন না । কৃষকদের দক্ষতা ও সাংস্কৃতিক মান বাড়াতে হলে বই পড়তে হবে । এই অবস্থা পরিবর্তনের জন্য গ্রামাঞ্চলে কৃষকদের বই পড়ার আগ্রহ আর শহরে কৃষকদের বই পড়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়ার পরিবেশ গড়ে তুলতে হবে ।

    স্যু ওয়ে ছেং বলেছেন , ভবিষ্যতে কৃষকদের আরো বেশি উত্কৃষ্ট মানের বই যোগানোর জন্য চীনে আরো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে । এই কর্মসূচী অনুযায়ী , প্রতিটি গ্রামে গ্রন্থাগার ও পাঠাগার স্থাপন করা হবে এবং কৃষকদের চাষাবাদ ও নিত্য জীবনে ব্যবহার্য বই যোগানো হবে ।

    এবারের কৃষকদের বই পড়ার উত্সব চলাকালে চীনের বিভিন্ন স্তরের সরকারের বিভাগ ও প্রকাশনালয় দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের অনুন্নত গ্রামাঞ্চলের কাছে এক কোটি ইউয়ান মূল্যের বই পুস্তক ও গ্রন্থাগার উপকরণ অনুদান প্রদান করেছে । এর পাশাপাশি কৃষি, কৃষক ও গ্রামাঞ্চলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বই পুস্তকের প্রকাশ সংক্রান্ত একটি সেমিনারও আয়োজন করা হয়েছে । কৃষকদের জীবনযাপন ও চাষাবাদের নৈপুণ্যের জন্য প্রয়োজনীয় সঙ্গে খাওয়ানো বই পুস্তক যে কেমন করে রচনা ও প্রকাশ করা হবে , সে ব্যাপারে বিশেষজ্ঞরা ও প্রকাশনালয়ের কর্মীরা আলোচনা করেছেন । এই সব বই কৃষকদের চাহিদা মেটানো হবে এবং তারা সকলেই তা কিনতে সক্ষম ।