|
|
(GMT+08:00)
2007-03-23 19:13:33
|
ডাব্লিও এম ওর মহাসচিব মেরু অঞ্চলের পরিবর্তনের প্রতি গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন
cri
বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে বিশ্ব আবহাওয়া সংস্থা ডাব্লিউ এম ওর মহাসচিব মিশেল জারাউদ বলেছেন ,গোটা পৃথিবীর আবহাওয়া ও মানব জাতির প্রতি মেরু অঞ্চলের ক্ষতিকর প্রভাব অবহেলা করা উচিত নয় । তিনি বলেছেন , গত কয়েক দশকে মেরু অঞ্চলের পরিবেশের অনেক পরিবর্তন হয়েছে । সাগরে স্থায়ীভাবে জমে থাকা বরফের পরিমান কমছে , বরফ ও শীতে জমে থাকা মাটি গলছে । মেরু অঞ্চলের পরিবেশ গোটা পৃথিবীর আবহাওয়া প্রভাবিত করার এক বড় উপাদান । বর্তমানে মেরু অঞ্চলের পরিবর্তন পৃথিবীর বিভিন্ন দেশের আবহাওয়ায় ক্ষতিকর প্রভাব ফেলছে। এ জন্য মহাসচিব জারাউদ বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্যদেশগুলোর কাছে মেরু অঞ্চলের পরিবেশের পরিবর্তন এবং বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের নাগরিকদের জীবন , নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি তার ক্ষতিকর প্রভাব গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন , যাতে বিভিন্ন দেশ একবিংশ শতাব্দীর প্রধান চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে ।
|
|
|