চীন সফররত মার্কিন বাহিনীর স্টাফ প্রধান ও সংযুক্ত সম্মেলনের চেয়ারম্যান পিটার পেইস ২৩ মার্চ বলেছেন, চীনের সৈন্য সংখ্যা বেশি হলেও, চীন হুমকি নয়।
পেইস পেইচিংয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনের সৈন্য সংখ্যা বেশি। কিন্তু যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের যুদ্ধ করার ইচ্ছা নেই। তাই চীন হুমকি নয়।
পেইস বলেছেন, চীনা বাহিনীর সঙ্গে তাঁর বৈঠক খুব সুষ্ঠু, উন্মুক্ত ও প্রাণখোলা পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের সফরের উদ্দেশ্য হচ্ছে দু'বাহিনীর সহযোগিতা, দু'দেশের সামরিক স্কুলের মধ্যে বিনিময় এবং দু'দেশের তরুণ অফিসারদের পারস্পরের কাছ থেকে শেখার উপায় অন্বেষণ করা।
পেইস চীনা গণ মুক্তি ফৌজের চীফ অব দি জেনারেল স্টাফ লিয়াং কুয়াংলিয়ে-এর আমন্ত্রণে ২২ মার্চ তাঁর চার দিনব্যাপী চীন সফর শুরু করেছেন। চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান কু বোসিয়োং এবং প্রতিরক্ষামন্ত্রী ছাও কাংছুয়ান ২২ মার্চ পৃথক পৃথকভাবে পেইসের সঙ্গে সাক্ষাত্ করেছেন।
|