চীনের রেল পরিবহন বিভাগ এখন চীনের রেল গাড়ীর গতি ষষ্ঠবার বৃদ্ধির চুড়ান্ত পর্যায়ের প্রস্ততির কাজ করছে এবং নতুন গতিতে যাত্রীবাহী রেলগাড়ী চালানোর পরীক্ষা করবে ।
চীনের রেলগাড়ীর ষষ্ঠবার গতিবৃদ্ধি আগামী মাসের ১৮ তারিখ থেকে শুরু হবে । সেই সময় পেইচিং থেকে হারবিন , পেইচিং থেকে সাংহাই এবং পেইচিং থেকে কুয়াংচৌগামী যাত্রীবাহী রেলগাড়ীর গতি প্রতিঘন্টা দু শ' কিলোমিটার হবে । কোনো কোনো লাইনে রেলগাড়ীর গতি হবে আড়াই শ' কিলোমিটার ।
ষষ্ঠ বার গতিবৃদ্ধির পর চীনের অনেক রেলগাড়ীর গতি প্রতি ঘন্টা ১৬০ কিলোমিটার থেকে দু শ' কিলোমিটারের বেশি হবে । চীনের রেলপরিবহন মন্ত্রণালয়ের অনুমান থেকে জানা গেছে , গতি বৃদ্ধির পর চীনের রেলপরিবহন ক্ষমতা ১৮ শতাংশ বাড়বে ।
|