জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের মহাসচিব বান কি-মুন ২২ মার্চ পৃথক পৃথকভাবে প্রকাশিত বিবৃতিতে এদিন গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসা শহরে সংঘটিত সশস্ত্র সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যদেশ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং গুলি-বিনিময় কারী দু'পক্ষের উদ্দেশ্যে অবিলম্বে যুদ্ধ বিরতি কর্যকরও শান্তিপূর্ণ উপায়ে বিরোধ সমাধানের তাগিদ দিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ বিশেষ করে শিশুসহ নিরীহ লোকের জন্যে সংঘর্ষ সৃষ্ট প্রভাবের উপর দৃষ্টি রাখছে। গণতান্ত্রিক কঙ্গে নিয়োজিত জাতিসংঘের বিশেষ দল শান্তিপূর্ণ পরিস্থিতি পুনরুদ্ধারে যে সাহায্য করছে নিরাপত্তা পরিষদ তার সমর্থন করে।
বিবৃতিতে বান কি-মুন বলেছেন, তিনি এই ঘটনার জন্যে বিস্ময় প্রকাশ করেছেন এবং সংঘর্ষেলিপ্ত দু'পক্ষের উদ্দেশ্যে অবিলম্বে সংঘর্ষ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। যাতে স্থানীয় নিরীহ লোককে ক্ষয়ক্ষতি এড়ানো যায়।
|