লেবাননের প্রেসিডেন্ট এমাইল লাহুদ ২২ মার্চ বৈরুতে বিভিন্ন সম্প্রদায়ের প্রতি লেবাননের রাজনৈতিক সংকট সমাধানে আরো প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
লেবাননের প্রেসিডেন্ট ভবনের বিবৃতিতে বলা হয়েছে, লাহুদ এদিন হিজবুল্লাহ'র সদস্য প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, কঠোর অবস্থান নিলে লেবাননের স্বার্থের জনা ক্ষতি হবে। তিনি আশা করেন, সরকার সমর্থনকারী সম্প্রদায় এবং সরকার বিরোধী সম্প্রদায় অব্যাহতভাবে সংলাপ চালিয়ে মতভেদ দূর করার ব্যাপারে মতৈক্যে পৌঁছাতে পারবে।
এদিন লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরাও তাঁর ভাষণে বলেছেন, তিনি আশা করেন, সংবিধান লঙ্ঘন না করার ভিত্তিতে দু'সম্প্রদায় বিনাশর্তে সংলাপ চালাবে।
গত নভেম্বর থেকে লেবাননের সরকারী সম্প্রদায় এবং হিজবুল্লাহ'র নেতৃত্বে বিরোধী সম্প্রদায় আন্তর্জাতিক আদালত স্থাপন নিয়ে গুরুতর মতভেদ সৃষ্টি করেছে। বিরোধী সম্প্রদায়ের ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। ফলে লেবাননের মন্ত্রীসভা সংকটে নিমজ্জিত হয়। গত পয়লা ডিসেম্বর বিরোধী সম্প্রদায় বৈরুতের কেন্দ্রে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা সরকারের প্রতি ক্ষমতা ত্যাগ করা এবং একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে।
|