|
![](/images/spacer.gif) |
(GMT+08:00)
2007-03-23 16:31:25
|
জাতিসংঘ মহাসচিব বিভিন্ন দেশের প্রতি পানি সম্পদ পরিচালনা জোরদারের আহবান জানিয়েছেন
cri
বিশ্ব পানি দিবস উপলক্ষে গত বৃহষ্পতিবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন এক বিবৃতিতে বিভিন্ন দেশের প্রতি পানি সম্পদ পরিচালনা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং সম্মিলিতভাবে পানি সমস্যা মোকাবিলা করার আহবান জানিয়েছেন । তিনি বলেছেন , এখন পৃথিবীর পানির অবস্থা খুবই আশংকাজনক । পানি সম্পদ পরিচালনার জন্যে বহুমুখী ও টেকসই উপায় গ্রহণ করা জরুরী । তিনি জোর দিয়ে বলেছেন , যেহেতু অনেক দেশ বিশ্বের বহু নদী অভিন্নভাবে ব্যবহার করছে , সেহেতু আন্তর্জাতিক সহযোগিতা চালাতে হবে । কেন না , এ রকম সহযোগিতা বিভিন্ন দেশের সম্পর্কের সম্প্রীতিময় বিকাশের পক্ষে সহায়ক । এ বছর বিশ্ব পানি দিবসের প্রধান প্রতিপাদ্য হচ্ছে পানির অভাবের মোকাবিলা ।
|
|
|