গত বৃহষ্পতিবার টোকিওতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো তারো ও সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জীর মধ্যে প্রথম কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হয়েছে । সংলাপে দু পক্ষ রাজনীতি ও নিরাপত্তার নিশ্চয়তা বিধান এবং অর্থনীতি ও লোকজন বিনিময়ের ক্ষেত্রে দু দেশের সহযোগিতা এবং জাপান-ভারত সম্পর্ককে কৌশলগত ও অংশীদারী সম্পর্কে উন্নীত করার বিষয় নিয়ে আলোচনা করেছে ।
সংলাপে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন , যত তাড়াতাড়ি সম্ভব আলোচনারত অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর জ্বালানীর ক্ষেত্রে দু দেশের সহযোগিতা জোরদারের লক্ষ্যে উভয় পক্ষের উপমন্ত্রী পর্যায়ের অর্থনৈতিক কৌশল সংক্রান্ত অধিবেশন রাখার জন্যে তারা সম্মিলিত প্রচেষ্টা চালাবে ।
|