চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার সম্প্রতি চলতি বছর কর্মসংস্থান বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী শহরাঞ্চলে ১৬ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শহরাঞ্চলের বেকারত্তের হার ৪.৫ শতাংশের নীচে কমিয়ে আনা হবে।
গত বছর তিব্বতের শহরাঞ্চলে ১৭ হাজার চার শো নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। শহরাঞ্চলে বেকারত্তের হার ৪.৩ শতাংশের মধ্যে নিয়ন্ত্রণিত ছিল।
তিব্বতের বিভিন্ন শ্রম ও সামাজিক নিশ্চয়তা বিধান মন্ত্রণালয় গণ কর্মসংস্থানের পরিসেবা ব্যবস্থা স্বয়ংসম্পর্ণ করবে, সমাজের বীমার ক্ষেত্র সম্প্রসারণ করবে, শ্রম চুক্তি ব্যবস্থা কার্যকরী করবে এবং পেশাগত প্রশিক্ষণ জোরদার করাসহ চীনে শহরে কর্মরত কৃষকদের ন্যায্য স্বার্থকে সুরক্ষা করবে। যাতে চলতি বছরের কর্মসংস্থানের লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব হয়।
|