মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশ ২২ মার্চ ওয়াশিংটনে সংবাদ মাধ্যমকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রচেষ্টা চালিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি বাস্তবায়ন করা এবং ইস্রাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের সম্পর্ক বজায় রাখার একটি নতুন ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠা করতে ইচ্ছুক।
বুশ বলেছেন, সম্প্রতি তিনি মধ্যপ্রাচ্যের কিছু দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথাবার্তা বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। পররাষ্ট্রমন্ত্রী রাইস শিগ্গীরই সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার উপায় খুঁজে বের করার উদ্দেশ্যে মধ্যপ্রাচ্য সফর করবেন।
জানা গেছে, রাইস ২৩ মার্চ থেকে মিসর,ইস্রাইল,ফিলিস্তিন ও জর্দান সফর করবেন।
|