চীনে জাপানের রাষ্ট্রদূত ইউজি মিয়ামোটো ২২ মার্চ পেইচিংয়ে বলেছেন, জাপানে ৪ এপ্রিল চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সফর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য ইতিবাচক ভূমিকা পালন করবে।
ইউজি মিয়ামোটো "২০০৭ সাল চীন ও জাপানের শিল্প ও বাণিজ্য মহলের বন্ধুত্বপূর্ণ সম্মেলনে" বলেছেন, প্রধানমন্ত্রী ওয়েনের সফর জাপান সরকার ও জনগণের ঐকান্তিক স্বাগত পাবে এবং সাফল্য অর্জন করবে।
চীন ও জাপানের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্পর্কে ইউজি মিয়ামোটো বলেছেন, দু'দেশের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা হচ্ছে পারস্পরিক উপকারিতামূলক ও উভয় পক্ষের জন্যেই কল্যাণকর । দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কোনো বাধা নেই।
চীনের শুল্ক বিভাগের সর্বশেষ পরিসংখ্যান সূত্রে জানা গেছে, গত বছর চীন ও জাপানের বাণিজ্যিক মূল্য ২০০ বিলিয়ান মার্কিন ডলার ছাড়িয়েছে।
|