চীনা সাঁতারু কুও চিং চিং বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন ২৫ মার্চ ১২তম বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা অস্ট্রেলিয়ার মেলবোর্ণে অনুষ্ঠানরত । নারীদের তিন মিটার ডাইভিং প্রতিযোগিতার ফাইনালে চীনের সাঁতারু কুও চিং চিং ৩৮১.৭৫ পয়েন্ট পেয়ে স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার ইতিহাসে প্রথম সাঁতারু যিনি একই ইভেন্টে পর পর চার বার চ্যাম্পিয়ন হয়েছেন। এই স্বর্ণপদক হচ্ছে এবারের প্রতিযোগিতায় চীনা দলের অর্জিত সপ্তম স্বর্ণপদক। চীনের আরেকজন সাঁতারু উ মিন সিয়া রৌপ্যপদক পেয়েছেন। ইতালীর সাঁতারু তৃতীয় হয়েছেন।
|