মা তার ছোট ছেলেকে বললেন, জেনে রেখ চাচার ছেলে, চাচাত ভাই, মামার ছেলে মামাত ভাই। খালার ছেলে খালাও ভাই, ফুকার ছেলে ফুকাত ভাই। একদিন ছেলেটির মামা তাদের বাড়িতে বেড়াতে আসলো। ছেলেটি তার মামাকে বলল, কেমন আছেন নানাত ভাই?
তার মামা বলল, আমাকে নানাত ভাই বলছিস কেন?
ছেলে বলল, মা বলেছে চাচার ছেলে চাচাত ভাই। খালার ছেলে খালাত ভাই , তাই তুমি--নানার ছেলে নানাত ভাই।
---- বাংলাদেশের ঝিনাদেহ জেলার রিজু আহমেদ।
|