বাগদাদে জাতি সংঘের একজন কর্মকর্তা বলেছেন , জাতি সংঘ মহা সচিব বান কি মুন ২২ মার্চ বাগদাদ পৌঁছে জাতি সংঘ মহা সচিব হওয়ার পর তাঁর প্রথম ইরাক সফর করেছেন।
এক খবরে বলা হয়েছে, সফরকালে তিনি ইরাকের প্রধান মন্ত্রী নোরি আল মালিকির সঙ্গে বৈঠক করবেন। তা ছাড়া তিনি ইরাকের সংসদের সদস্যদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ইরাকস্থ মার্কিন কূটনীতিবিদদের সঙ্গে ইরাকের সর্বশেষ পরিস্থিতি এবং জাতি সংঘের ভূমিকা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এর আগে বান কি মুন তার সফরসূচি ঘোষণা করেননি। ইরাক সফর তাঁর ১১ দিনব্যাপী মধ্য-প্রাচ্য সফরের প্রথম ধাপ।
|