v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-22 19:19:11    
চীন সক্রিয়ভাবে গ্রামাঞ্চলের বিশুদ্ধ পানির নিরাপত্তা সমস্যা মোকাবেলা করছে

cri

    আজ ২২ মার্চ। জাতি সংঘ নির্ধারিত 'বিশ্ব পানি দিবস'। চলতি বছরের প্রতিপাদ্যবিষয় হল ' পানির অভাব মোকাবেলা করা'। পর্যাপ্ত পানি পান করা যায় কি না, বিশুদ্ধ পানি পান করা যায় কি না , তা এখন বিশ্বব্যাপী একটি অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে। চীনের মাথাপিছু পানির সম্পদ বিশ্বের গড় মানের মাত্র২৫ শতাংশ। চীনের গ্রামাঞ্চলবিশুদ্ধ পানির অভাবের সম্মুখীন হচ্ছে।সুতরাং গ্রামবাসীরা যাতে বিশুদ্ধ পানি খেতে পারে সেই জন্য বতর্মানে চীন সক্রিয়ভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছে। এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি রিপোট।

    মৌলিকভাবে বলতে গেলে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চল খরা অঞ্চল বলে গণ্য করা হয়। সেখানে ' পানির নাম ডাকা' নামক একটি থানা আছে। এ থানার নাম থেকে বুঝা যায়, এই থানায় বিশুদ্ধ পানি অত্যন্তমূল্যবান।অতীতে স্থানীয় গ্রামবাসীরা গ্রামের কূয়ার পানি খেয়ে থাকতেন। গ্রামবাসীরা এই দূষিত পানি খেয়ে খেয়ে অনেক অসুস্থ্য হয়ে পড়তেন। কিন্তু গত বছরের শেষ দিকে সেখানে বিরাট পরিবর্তন ঘটেছে। গ্রামবাসীরা সুমিষ্ট পানি খেতে পারছে। গ্রামবাসী হেই জান ইউ সংবাদদাতাকে বললেন, সংশ্লিষ্ট বিভাগের সাহায্যে গ্রামের প্রত্যেক বাড়ীতে পানির সংরক্ষণের ট্যাঙ্ক তৈরী করা হয়েছে। এই সিমেন্টের তৈরী ট্যাঙ্ক সহজেই বৃষ্টি সংগ্রহ করতে পারে। তিনি বলেছেন, এখন যথেষ্ট বিশুদ্ধ পানি খেতে পারি। আগে এখানে বিশুদ্ধ পানি একেবারে ছিল না। যদি বিশুদ্ধ পানি পান করতে চাই তাহলে পানি আনতে দশ বারো কিলোমিটার দূরে যেতে হত। পানি রক্ষার ট্যাঙ্ক প্রতিষ্ঠিত হওয়ার পর এখন অবস্থা সম্পূর্ণভাবে বদলে গেছে।

সংশ্লিষ্ট পরিসংখ্যাণ অনুযায়ী, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পযর্ন্ত চীনের গ্রামাঞ্চলে পানি রক্ষার ট্যাঙ্ক তৈরী করার প্রকল্পে মোট ২২২০ কোটি রেন মিন পি বরাদ্দ করা হয়েছে। যার ফলে ৬৭ লাখ গ্রামবাসী বিশুদ্ধ পানি খেতে পারছে।

    তবে বতর্মানে ৩০ কোটিরও বেশী গ্রামবাসী এখনও বিশুদ্ধ পানি খেতে পারে না। পানি সম্পদ ব্যবস্থাপনা আন্তর্জাতিক সংস্থা---বিশ্বব্যাপী পানি অংশীদার চীনের কমিশনের চেয়ারম্যান ডং জে রেন বলেছেন, দূষিত পানি চীনের গ্রামবাসীদের শরীরকে সাঙ্খাতিকভাবে ক্ষতিগ্রস্থ করে। সুতরাং পানির গুণগতমান উন্নত করা গ্রামাঞ্চলগুলোতে বিশুদ্ধ পানি মোকাবেলার একটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন, ২০০১ থেকে ২০০৫ সাল পযর্ন্তপ্রধানত বিশুদ্ধ পানির উত্স বিষয়ক সমস্যা দূর করা হয়েছে। ২০০৬ সাল থেকে ২০১০ সাল পযর্ন্ত বিশুদ্ধ পানির গুণগতমান বিষয়ক সমস্যা নিষ্পত্তি করতে হবে। এ ক্ষেত্রে সারা সমাজের মনোযোগ দরকার।

    চীন সরকার জানিয়েছে, ২০১০ সাল অবধি ১৬ কোটি গ্রামবাসীর বিশুদ্ধ পানির সমস্যা নিষ্পত্তি করতে হবে। এ প্রসঙ্গে চীনের জলসেচ উপ মন্ত্রী হু সি ই বলেছেন, চীন বিশুদ্ধ পানি প্রকল্পের গঠনকাজের দিকে গুরুত্ব দেবে। তিনি বলেছেন,. আমাদের বিশুদ্ধ পানির নিরাপত্তা প্রকল্পের কার্যকরীতা দ্রুততর করতে হবে। প্রকল্পের গুণগতমান এবং অর্থের ব্যবস্থাপনার দিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। যাতে গ্রামবাসীদের দীর্ঘ মেয়াদী স্বার্থ সুনিশ্চিত হয়।

    জানা গেছে, চীনের শহরাঞ্চলগুলোর পাশাপাশি গ্রামাঞ্চলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য শহরাঞ্চলের পানির টেপ সম্প্রসারিত হয়েছে।