নরোদম রানারিথ ১৯৯৪ সালের ২ জানুয়ারী নমাপনে জন্মগ্রহণ করেন। তিনি কম্বোডিয়ার রাজ্য নরোদম সিহানুকের বড় ছেলে। ১৯৬৮ সালে তিনি ফ্রান্সে গণ আইন বিষয়ে স্কলার ডিগ্রী লাভ করেন। গত শতাব্দীর ৭০ দশকে তিনি ফ্রান্সে শিক্ষা ও গবেষণা কাজ করেন। ১৯৮৩ সাল থেকে তিনি যথাক্রমে নরোদম সিহানুকের কম্বোডিয়া ও এশিয়ায় বিশেষ প্রতিনিধি, ফান্সিপেক পার্টির সচিব, চেয়ারম্যান ও জাতীয় সেনা বাহিনীর সেনাপতি ছিলেন। ১৯৯০ সালের ১০ সেপ্টেম্বর তিনি ফান্সিন্পেক পার্টির পক্ষ থেকে জাতীয় সর্বোচ্চ কমিটিতে অংশ নেন। ১৯৯৩ সালের মে মাসে তাঁর নেতৃত্বে ফান্সিন্পেক পার্টি নির্বাচনে জয়ী হয়। তিনি নমাপন
নির্বাচনী অঞ্চলের স্পীকার নির্বাচিত হন। জুলাই মাস থেকে তিনি কম্বোডিয়ার অস্থায়ী জাতীয় সরকারের যৌথ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালের সেপ্টেম্বর মাসে রাজ সিহানুক কম্বোডিয়া রাজতন্ত্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। রানারিথ কম্বোডিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নভেম্বর মাসে সিহানুক তাঁকে রাজার মযার্দা প্রদান করেন। ১৯৯৮ সালের নভেম্বর মাসে তিনি কংগ্রেসের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৩ সালের আগস্ট মাসে ফান্সিন্পেক পার্টি সাম রাইন্সি পার্টির সঙ্গে 'গণতন্ত্রিক জোট' প্রতিষ্ঠা করে। রানারিথ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৪ সালের জুলাই মাসে তিনি পুনরায় সংসদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৬ সালের ৩ মার্চ তিনি সংসদের চেয়ারম্যানের পদ ত্যাগ করেন।
রানারিথ ১৯৯২ সাল থেকে ফান্সিন্পেক পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
(নরোদম রানারিথ চীনের সাবেক প্রধানমন্ত্রী লি ফেংয়ের সঙ্গে)
১৯৯৪ সালের জানুয়ারী, ১৯৯৯ সালের জুন মাসে রানারিথ চীন সফর করেন। ২০০২ সালের এপ্রিল মাসে তাঁর নেতৃত্বে প্রতিনিধি দল চীনে এশিয়া সংসদের শান্তি সমিতির তৃতীয় বার্ষিকী সম্মেলনে অংশ নেয়।
তাঁর দুজন ছেলে এবং এক মেয়ে রয়েছে।
|