পশ্চিম চীনের গরীব অঞ্চলের নারীকে সাহায্য এবং কৃষকের পানীয় জলের সমস্যা সমাধানের জন্য ভূগর্ভস্থ কূপ কনন প্রকল্প শুরু করার পর পাঁচ বছরে মোট ৩৫ কোটি ইউয়ান বরাদ্দ করা হয়েছে , এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হয়েছেন ।
চীনের নারী উন্নয়ন তহবিল সংস্থা থেকে জানা গেছে , নিখিল চীন নারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ভূগর্ভস্থ কূপ খনন প্রকল্প ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় । ২০০৬ সালের শেষ নাগাদ পর্যন্ত পশ্চিম চীনে ও অন্যান্য দরিদ্র অঞ্চলে মোট এক লাখ কূপ খনন করা হয়েছে ও এগার শ' পানি সরবরাহ প্রকল্প সম্পন্ন করা হয়েছে । সমগ্র দেশের মোট ২২টি প্রদেশের কৃষকরা এ প্রকল্প থেকে উপকৃত হয়েছেন । এ প্রকল্প গ্রামবাসীদের জীবনের মান উন্নত করেছে ।
|