মামুন আবদুল গাইউম ১৯৩৭ সালের ২৯ ডিসেম্বর মালদ্বীপের মালেয় জন্মগ্রহণ করেন। তিনি একজন মুসলমান। তিনি মিসরের কায়রোর আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ইসলামীশাস্ত্রে স্বাতিক ও সিভিল আইন বিষয়ে স্নাতেকাত্তর ডিগ্রী লাভ করেন। এরপর, তিনি আমেরিকা বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতেকাত্তর ডিগ্রী লাভ করেন। তিনি মিসর, নাইজেরিয়া ও মালদ্বীপের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
১৯৭২ সালে তিনি মিসরে সরকারী কাজ শুরু করেন। তিনি পর পর জাতিসংঘে মালদ্বীপের স্থায়ী প্রতিনিধি ও পরিবহণমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৭৮ সালের নভেম্বর মাসে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। এরপর, তিনি একটানা পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট ছাড়া, তিনি প্রতিরক্ষা নিরাপত্তা, ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
গাইউম ১৯৮৪ সালের অক্টোবর ও ২০০৬ সালের ১১ থেকে ১৩ সেপ্টেম্বর দু'বার চীন সফর করেন।
তাঁর দু'ছেলে ও দু'মেয়ে।
|