তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জলসেচ বিভাগ থেকে জানা গেছে, তিব্বত কৃষক ও পশুপালকদের পানীয় জল সমস্যার সমাধানের প্রচেষ্টা চালাচ্ছে।
তিব্বতে পানীয় জল সমস্যা দীর্ঘকাল ধরে কিছু আংশিক কৃষক ও পশুপালকদের মধ্যে বিরাজ করছে। বহুদূর থেকে পানি বহন করা এবং পানীয় জলের অপরিচ্ছন্নতা গুরুতরভাবে কৃষক এবং পশুপালকদের জবীন ও স্বাস্থ্য প্রভাব ফেলছে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জলসেচ বিভাগের কর্মকর্তা তোংদুইলাংচিয়ে বলেছেন, এ বছর প্রথম কিস্তির গ্রামাঞ্চলের পানীয় জলের নিরাপত্তা সম্পর্কিত কার্যক্রম শুরু হয়েছে।
২০০৬ সালে তিব্বতে মোট ২৩ কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করা হয়েছে। ৩ লাখেরও বেশী কৃষক ও পশুপালক বিশুদ্ধ পানীয় জল পান করেছেন। ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত তিব্বতে প্রধানত ১২.২ লাখ অধিবাসীর পানীয় জল সমস্যার সমাধান করা হবে।
|