যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইস ২১ মার্চ প্রতিনিধি পরিষদের অর্থ-বরাদ্দ কমিটির সম্মেলনে বলেছেন, পরিকল্পনা অনুযায়ী সরকারের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থনকারী ফিলিস্তিনের নিরাপত্তা বাহিনীকে ৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার মূল্যের সাহায্য দেয়ার কথা। কিন্তু অর্থ হামাসের হাতে পৌঁছার আশংকা থাকায় সরকার ৫ কোটি মার্কিন ডলার মূল্যের সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে।
রাইস বলেছেন, সরকার আব্বাস সমর্থনকারী নিরাপত্তা বাহিনীর এই সাহায্য পাওয়া নিশ্চিত করার জন্যে এই সিদ্ধান্ত নিয়েছে। পাশা পাশি তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র আব্বাস এবং ফিলিস্তিন সরকারের মধ্যপন্থী অংশের সঙ্গে যোগাযোগ রাখবে।
|