২২ মার্চ চীনের পিপল্স ডেইলী পত্রিকায় কো চি পিংয়ের লেখা একটি প্রবন্ধে বলা হয়েছে , চীনের উন্নয়ন অন্যান্য দেশের জন্য আরো বেশি সুযোগ সৃষ্টি করেছে ।
প্রবন্ধটিতে বলা হয়েছে , চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ বেছে নিয়েছে। এটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য কল্যানকর । চীনের আয়তন ৯৬ লাখ বর্গমিটার , চীনের ১৪টি প্রতিবেশী দেশ আছে । এমন একটি বড় দেশে শান্তি ও নিরাপত্তা না থাকলে তা' নিকটবর্তী এলাকা তথা সারা বিশ্বের পক্ষে বড় বিপদ হয়ে দাড়াবে ।
এতে আরো বলা হয়েছে , চীনের জিডিপি সারা বিশ্বের জিডিপির ৫ শতাংশেরও কম । কিন্তু সারা বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির ২০ শতাংশ এবং রপ্তানি বৃদ্ধির ৩০ শতাংশ চীনই বহন করেছে । কাজেই চীনের অর্থনৈতিক উন্নয়ন বিশ্বের বাণিজ্যিক উন্নয়নে বিরাট অবদান রেখেছে ।
পিপল্স ডেইলীর এই প্রবন্ধে বলা হয়েছে , উন্নয়নের পাশাপাশি চীন বিশ্বের অনেক উন্নয়নমুখী দেশকে সাধ্যমতো সাহায্য দিয়েছে । এখন পর্যন্ত চীন মোট ১১০টি দেশ ও অঞ্চলে দু হাজারেরও বেশি সাহায্য প্রকল্প সম্পন্ন করেছে এবং ৪৪টি অনুন্নত দেশের ২০ বিলিয়ন ইউয়ান ঋণ মওকুফ করেছে ।
প্রবন্ধের শেষে বলা হয়েছে , একটি সমৃদ্ধ , গণতান্ত্রিক , সভ্যতাপূর্ণ ও সম্প্রীতিমূলক আধুনিক চীন অবশ্যই মানবজাতির শান্তি ও উন্নয়নে আরো বিরাট অবদান রাখবে ।
|