টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা থেকে জানা গেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালের একজন কর্মকর্তা ২১ মার্চ সংসদের কাছে দেয়া এক রিপোর্টে বলেছেন, ভারতে সক্রিয় সন্ত্রাসী সংস্থা স্বদেশের ব্যাংক ও আর্থিক বিভাগসহ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অর্থ স্থানান্তরিত করছে।
তিনি বলেছেন, ভারত সরকার সন্ত্রাসী সংস্থার আর্থিক বিভাগের মাধ্যমে অর্থ স্থানান্তরিক করার উপর খুব গুরুত্ব দেয়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয় এবং অন্যান্য গোয়েন্দা বিভাগ পারস্পরিকভাবে সমন্বয় করে এই সমস্যা মোকাবেলা করছে।
এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মায়ানকোটে কেলাথ নারায়ানান হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, সন্ত্রাসী সংস্থা ভারতের ব্যাংক ও শেয়ার বাজার ব্যবহার করে অর্থ স্থানান্তরিত করছে। যত তাড়াতাড়ি সম্ভব দমন করতে হবে।
|