চীনের উপ অর্থমন্ত্রী ওয়াং চুন গত বুধবার পেইচিংয়ে বলেছেন , ভবিষ্যতে চিকিত্সা ব্যবস্থার সংস্কার , গণ স্বাস্থ্য রক্ষা , গ্রামাঞ্চলের স্বাস্থ্য রক্ষা ও শহরের পাড়াগুলোর স্বাস্থ্য রক্ষা এবং মৌলিক চিকিত্সা বীমা ও চিকিত্সা সহায়তা ব্যবস্থার ক্ষেত্রে চীন সরকারের অর্থ বরাদ্দ বাড়বে ।
ওয়াং চুন বলেছেন , চীন সরকার নীতির পথনির্দেশ ও কর আদায়ের ক্ষেত্রে সুবিধা দানের মাধ্যমে চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষা ক্ষেত্রে সামাজিক পুঁজি বিনিয়োগ করতে উত্সাহিত করবে এবং বিপুল প্রয়াসের সংগে বহুমুখী পুঁজি বিনিয়োগ ও বহু পদ্ধতিতে চিকিত্সা দেয়ার নতুন কাঠামো গড়ে তুলবে ।
জানা গেছে , ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত স্বাস্থ্য রক্ষা খাতে চীন সরকারের অর্থ বরাদ্দ বৃদ্ধির হার গড়ে প্রতি বছর ২০ শতাংশেরও বেশি ।
|