"চীন-ইউরোপীয় ইউনিয়ন ছাত্রছাত্রী বিনিময় স্কলারশীপ"-এর পরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠান ২১ মার্চ সন্ধ্যায় ব্রাসেলসে অনুষ্ঠিত হয়। এবার চীন প্রথম ইউরোপীয় ইউনিয়নের শিক্ষার্থীদের সরকারী স্কলারশীপ দেয়। এর ফলে চীন-ইউরোপীয় ইউনিয়নের শিক্ষা বিনিময় ও সহযোগিতায় নতুন অগ্রগতি অর্জিত হবে বলে আশা করা হচ্ছে।
এই পরিকল্পনা অনুযায়ী, ২০০৭ সাল থেকে চীন সরকার প্রত্যেক বছর ই'ইউ দেশগুলোর ৩৫ বছরের কম এক শো যুবকযুবতীকে চীনে এসে ভাষা ও সংস্কৃতি শিক্ষার স্কলারশীপ দিচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নে চীনের রাষ্ট্রদূত কুয়ান ছেং ইউয়ান উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, এই পরিকল্পনা হচ্ছে গত সেপ্টেম্বরে ফিনলান্তের রাজধানী হেলসিংকিতে অনুষ্ঠিত নবম চীন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অর্জিত এক গুরুত্বপূর্ণ সাফল্য।
|