২২ মার্চ পাকিস্তানসাফল্যের সঙ্গে একটি পরমাণু বোমা বহনকারী 'হাতাফ-৭' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করেছে।
'হাতাফ-৭' নামক ক্ষেপণাস্ত্রটি সাত শো কিলোমিটার দূরে আঘাত হানতে পারে এবং পরমাণু বোমা ও সাধারণ বোমা বহন করতে পারে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারীতে পাকিস্তান সাফল্যের সঙ্গে একটি পরমাণু বোমা বহনকারী নতুন দূরপাল্লার স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করে।
|