প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। ২০০৭ সালের প্রথম রবিবারে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত। এখন আমরা একসঙ্গে সুন্দর সুন্দর কয়েকটি গান উপভোগ করবো।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার এম.বি.জামান সিদ্দিকী আমাদের অনুষ্ঠানে আব্দুল আলীমের কন্ঠে"সকালবেলা আমীর যে ভাই ফকির সন্ধ্যা বেলায়" নামে গানটি শুনতে চেয়েছেন। কিন্তু, প্রিয় বন্ধু, আপনার পছন্দের গান আমার হাতে নেই। তাই আব্দুল আলীমের গাওয়া আরেকটি গান শোনাচ্ছি। গানের নামে "বহু দিনের পিরিত"।
বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বড়গাছীহাট গ্রামের ডার্লিং সি আর আই ফ্যান ক্লাবের সম্পাদক এম.গোলাম আজম আমাদের অনুষ্ঠানে চীনা শিল্পীর কন্ঠে এই পদ্মা, এই মেঘনা, এই যুমনা"নামে গানটি শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, আগে আমি অনুষ্ঠানে কয়েকবার এই গানটি শুনিয়েছিলাম। আজ আমি আপনার পছন্দের গানটি আরেকবার শোনাচ্ছি।
ভারতের মুর্শিদাবাদ জেলার আহসান মন্ডল ও হায়াতুল্লাহ মন্ডল আমাদের অনুষ্ঠানে আসিফের কন্ঠে "ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়"নামে গানটি শুনতে চেয়েছেন।
আচ্ছা, চলুন, প্রিয় বন্ধু, একসঙ্গে গানটি শুনবো।
বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বড়গাছী বাজার গ্রামের এম.তৌহিদুল ইসলাম(মিঠন) তাঁর চিঠিতে লিখেছেন, আমি একটি লালনগীতি শুতনে চাই। গানের প্রথম কলি হচ্ছে "মিলন হবে কত দিনে"। কিন্তু, প্রিয় বন্ধু, তাইওয়ানের ভূমিকম্পের কারণে সম্প্রতি বিদেশের ওয়েব সাইটে পৌঁছানো খুব অসুবিধা। তাই আমি শুধু হাতের সি ডি থেকে শ্রোতাবন্ধুদের পছন্দের গান বেছে নিতে পারি। আচ্ছা, চলুন, বন্ধুরা, একসঙ্গে ফরিদা পারভিনের গাওয়া "বাড়ীর কাছে আরশীনগর"নামে এই গানটি শুনি।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ হল। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি আশা করি, নতুন বছরে আরো বেশী শ্রোতাবন্ধুরা চিঠি লিখবেন। বাংলা বিভাগের সঙ্গে আপনাদের মৈত্রী সুদীর্ঘ হোক। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
|