 চীনের সাহায্যে পাকিস্তানের গোয়াদার বন্দর প্রকল্প সমাপ্ত হওয়ার অনুষ্ঠান ২০ মার্চ গোয়াদারে অনুষ্ঠিত হয়।
চীন সরকারের বিশেষদূত, যোগাযোগ মন্ত্রী লি শেং লিন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। চীন সরকারের পক্ষ থেকে লিন শেং লিন বলেছেন, গোয়াদার বন্দর হলো বিদেশে চীনের সাহায্যে নির্মিত বৃহত্তম প্রকল্প। এটি দু'দেশের সহযোগিতার আরেকটি সাফল্য। তিনি বিশ্বাস করেন গোয়াদার বন্দরের নির্মাণ নিশ্চয় পাকিস্তানের বেলুচিস্তানের উন্নয়ন ত্বরান্বিত করবে।

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ও প্রধানমন্ত্রী শওকত আজিজের সঙ্গে লি শেং লিন সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে দু'জন নেতা বলেছেন, পাকিস্তান ও চীনের মধ্যে সার্বিক সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে বলে তারা গৌরব বোধ করেন। গোয়াদার বন্দরের নির্মাণ নিশ্চয়ই বেলুচিস্তানের অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করবে। গোয়াদার বন্দর আস্তে আস্তে পাকিস্তানের জ্বালানি সম্পদ, শিল্প ও পর্যটন কেন্দ্রে পরিণত হবে।
|