ইরাক যুদ্ধ শুরু চতুর্থ বার্ষিকী উপলক্ষে কিছু দেশের সংবাদ মাধ্যম ২০ মার্চ এই যুদ্ধ নিয়ে অভিযোগ করেছে।
ফ্রান্সের "লে ফিগারোর" সম্পাদকীয়তে বলা হয়েছে, ইরাক যুদ্ধ একটি অন্যায় যুদ্ধ। যুদ্ধে অনেক ইরাকী নাগরিক নিহত হয়েছে, সঙ্গে সঙ্গে ৩০০০জনেরও বেশি মার্কিন সৈন্যও প্রাণ হারিয়েছে। এই যুদ্ধ ইরাকের জন্য গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করেনি, বরং সাম্প্রদায়িক সংঘর্ষ বৃদ্ধি করেছে এবং ইরাককে গৃহযুদ্ধ ও বিভেদের দাড়প্রান্তে এনেছে।
রোমানিয়ার "গান্ডুল" পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, ইরাক যুদ্ধ শুরুর পর থেকেই লক্ষ লক্ষ ইরাকী বাড়িঘর হারিয়েছে। " যুক্তরাষ্ট্রের ভুলের জন্য সারা বিশ্বকে উচ্চ মূল্য দিতে হয়েছে।"
বুলগেরিয়ার "ট্রুড" পত্রিকা "ভিয়েতনাম যুদ্ধের মতো হয়ে উঠেছে" শিরোনামের একটি প্রবন্ধে অভিযোগ করেছে যে, মার্কিন বাহিনী ইরাকে যত লম্বা সময় অবস্থান করবে অবস্থা তত খারাপ হবে। এই যুদ্ধ ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার মতো হয়ে উঠছে।
জাপানের "আসাহি শিমবুন" তার প্রকাশিত সম্পাদকীয়তে বলেছে, এই যুদ্ধ শুরুর ৪ বছরের মধ্যে কেউ মনে করে না যে ইরাক বা বিশ্ব শান্তি পেয়েছে।
|