চীনের জলসেচ মন্ত্রী ওয়াং শু ছেং ২১ মার্চ পেইচিংয়ে বলেছেন , পানির সাশ্রয়ী সমাজ গড়ে তোলাই হচ্ছে চীনের পানি সম্পদের ঘাটতির সমস্যা সমাধানের সবচেয়ে মৌলিক ও কার্যকর রণকৌশলগত পদক্ষেপ।
২২ মার্চ হবে পঞ্চদশ বিশ্ব পানি দিবস ও চীনের বিংশতিতম পানি সপ্তাহের প্রথম দিন । এ উপলক্ষে চীনের বিভিন্ন স্থানে নানা ধরণের কার্যক্রমের আয়োজন করা হবে । সাংবাদিকদের সংগে এক সাক্ষাত্কারে ওয়াং শু ছেং বলেছেন , পানি সম্পদের ঘাটতি ইতোমধ্যে চীনের অর্থনীতি ও সমাজের টেকসই বিকাশের পথে একটি কঠিন সমস্যায় পরিণত হয়েছে । চীনকে বিপুল প্রয়াসের সংগে পানির সাশ্রয়ী সমাজ গড়ে তোলার কাজ চালাতে হবে , যাতে চীনের জলসেচের উন্নয়ন সত্যিকারভাবে টেকসই বিকাশের গতিধারায় চলতে পারে ।
তিনি বলেছেন , এ বছর চীনের কেন্দ্রীয় সরকার গ্রামাঞ্চলের জনসাধারণের খাবার পানির নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৬৪০ কোটি ইউয়ান বরাদ্দ করবে ।
|