ক্রমবর্দ্ধমান জমির বেদখলের তত্পরতার মুখে চীন বিপুল প্রয়াসের সংগে জমি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি করছে , যাতে সীমিত আবাদী জমি সংরক্ষণ করা যায় ।
চীনের ভূভাগীয় সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , গত বছর চীনে মোট ৯০ হাজারেরও বেশি জমি সংক্রান্ত বেআইনী মামলার নিষ্পত্তি হয়েছে । এসব মামলা ৩৮ হাজার হেক্টর আবাদী জমিসহ ৮০ হাজার হেক্টর জমির সংগে জড়িত । দুজন প্রাদেশিক পর্যায়ের কর্মকর্তাসহমোট সাড়ে ৩ হাজার লোক এ মামলাগুলোর সংগে সম্পর্কিত রয়েছে ।
বর্তমানে চীনের মাথাপিছু আবাদী জমির পরিমাণ বিশ্ব গড় মানের চেয়ে অনেক কম । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেছেন , চীনে সবচেয়ে কঠোর জমি পরিচালনা ব্যবস্থা চালু করা হবে , যাতে আবাদী জমি ১২ কোটি হেক্টরের নীচে না থাকে এবং ১৩০ কোটি চীনার খাওয়া-দাওয়ার সমস্যা না থাকে ।
|